
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বরঃ বর্তমানে ফোরজির দুনিয়ায় টুজি প্রায় অচল। তাই এবার বাজারে ফোরজি কানেকশন নিয়ে হাজির হচ্ছে বিএসএনএল। দ্রুত গতি সম্পন্ন পরিষেবা পৌঁছাতে ও গ্রাহক টানতেই এই উদ্যোগ। প্রথম বিএসএনএল ফোরজি চালু হচ্ছে কেরলে, কেরলের পর বিএসএনএল এই পরিষেবা দেবে ওড়িশায়। তবে শুধু এই দুটি রাজ্যই নয় গোটা দেশের বেশ কয়েকটি রাজ্যে ফোরজি পরিষেবা চালু করতে চলেছে।
এই মুহূর্তে ৪জি পরিষেবা দেয় শুধু রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া। টেলিকমের বাজারে প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি। তাই বাজারে টিকে থাকতে কেন্দ্রীয় সরকার ২ সরকারি টেলিকম সংস্থা এমটিএনএল ও বিএসএনএল মিশিয়ে দিতে চাইছে।
Leave a Reply