fbpx

Find us on

২৭ বছর পর ফের একসঙ্গে বিগ-বি এবং ঋষি কপূর
সিনেমা ও বিনোদন

মুম্বই, ৯ ফেব্রুয়ারিঃ আসতে চলেছে বলিউডের বিগ-বি এবং ঋষি কপূর অভিনীত ‘১০২ নট আউট’ ছবির টিজার। ২৭ বছর পর ফের দুই সুপার স্টারকে একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা। ছবিতে ১০২ বছরের অমিতাভ এবং ৭৫ বছরের ঋষি কপূরকে দেখা গিয়েছে। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শকরা।

 

 

২৭ বছর পর ফের একসঙ্গে বিগ-বি এবং ঋষি কপূর

Leave a Reply