fbpx

Find us on

ভূমিধসে চাপা পড়ল হোটেল, মৃত ১৫
আন্তর্জাতিক
শিরোনাম

লিমা, ২৮ জানুয়ারিঃ ভূমি ধসে চাপা পড়ল হোটেল। কাদামাটির স্তুপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। জখম আরও ৩৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রবিবার রাতে পেরুর অ্যাবানকে শহরে।

জানা গিয়েছে, ওই হোটেলে বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল। শহরের মেয়র এভারিস্টো র‍্যামোস জানিয়েছেন, যখন কাদামাটির স্তুপ গড়িয়ে পড়ে তখন অ্যালহাম্রা হোটেলের ভিতর চলা বিয়েবাড়িতে কমপক্ষে ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। তাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। পেরুর অসামরিক প্রতিরক্ষা প্রধান জেনারেল জর্জ শাভেজ জানিয়েছেন, মৃতদের মধ্যে ১১ জন মহিলা এবং ৪ জন পুরুষ অতিথি ছিলেন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। ঘটনার তদন্ত চলছে।

ভূমিধসে চাপা পড়ল হোটেল, মৃত ১৫

Leave a Reply