fbpx

Find us on

গুপ্তধনের খোঁজ পেতে শিশু-বলি!
দেশ
প্রথম পাতা

মুম্বই, ৩১ অগাস্টঃ গুপ্তধনের খোঁজ পেতে বলি দেওয়া হল দুই বছরের এক শিশুকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুরের খান্ডালা গ্রামে। গত ২২ অগাস্ট থেকে নিখোঁজ ছিল যুগ মেশরাম। এই ঘটনায় ব্রহ্মপুরী পুলিশ স্টেশনে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন যুগের বাবা। অবশেষে বুধবার প্রতিবেশী প্রমোদ বাংকারের বাড়ি থেকে যুগের দেহ উদ্ধার হয়। প্রমোদ এবং সুনীল নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরায় নিজেদের দোষ স্বীকার করে তারা। এরপর অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, শিশুর বলি দিয়ে গুপ্তধনের খোঁজ পাওয়া যাবে, এই বিশ্বাসে যুগকে খুন করে অভিযুক্তরা। অন্ধবিশ্বাস এবং কালো জাদু বিরোধী আইন এবং আইপিসির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয় ওই দুই জনের বিরুদ্ধে।

গুপ্তধনের খোঁজ পেতে শিশু-বলি!

Leave a Reply