Find us on

সিন্ধুকে হারিয়ে ব্যাডমিন্টনে সোনা সাইনার
খেলা
প্রথম পাতা

গোল্ড কোস্ট, ১৫ এপ্রিলঃ যেই জিতুক, সোনা আসবে ভারতের ঘরে। এমন পরিস্থিতিতে কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে পি ভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতলেন সাইনা নেহওয়াল। সিন্ধু পেলেন রুপোর পদক।

প্রথম সেট একপেশে খেলে ২১-১৮ ব্যবধানে জিতে নেন সাইনা। দ্বিতীয় সেটে সিন্ধু কামব্যাক করলেও শেষরক্ষা করতে পারেননি। ২৩-২১ ব্যাবধানে সেট জিতে সোনার মেডেল গলায় তোলেন সাইনা।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল বিশ্বের এক নম্বর শাটলার কিদাম্বি শ্রীকান্তকে। মালেশিয়ার লি চং উইয়ের বিরুদ্ধে তিনি হারলেন ২১-১৯, ১৪-২১, ১৪-২১ সেটে।

অন্য খেলায় ফের রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকালকে। আজ জোশনা চিনাপ্পার সঙ্গে মহিলাদের ডাবলসে খেলতে নেমে নিউজিল্যান্ডের জুটির কাছে হেরে যান তাঁরা। শনিবারই সৌরভ ঘোষালের সঙ্গে মিক্সড ডাবলসে রুপো জিতেছিলেন দীপিকা।

আপাতত ভারতের ঝুলিতে এসেছে ৬৬টি পদক। এরমধ্যে ২৬টি স্বর্ণপদক, ২০টি রুপো ও ২০টি ব্রোঞ্জ। ২০১৪ সালে ৬৪টি পদক জিতেছিল ভারত।

সিন্ধুকে হারিয়ে ব্যাডমিন্টনে সোনা সাইনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *