fbpx

Find us on

শিলিগুড়িতে গুলি চালানোর ঘটনায় ধৃত ৩, উদ্ধার পিস্তল
উত্তরবঙ্গ
দার্জিলিং
প্রথম পাতা

শিলিগুড়ি, ২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির কোর্টমোড় সংলগ্ন বাগরাকোট এলাকায় গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল বিপুল ঘোষ, গৌরাঙ্গ দাস ও বিজয় সরকার। ধৃতরা সকলেই শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা কার্তুজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, পুরোনো শত্রুতার জেরেই অভিযুক্তরা গুলি চালিয়েছিল। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদলতে তোলা হলে বিচারক ছয়দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

গত সোমবার রাতে শিলিগুড়ির কোর্টমোড় সংলগ্ন বাগরাকোট বাসট্যান্ড এলাকায় হঠাত্ই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী। ওই রাতেই শিলিগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের হয়। এরপরেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়।

ডেপুটি পুলিশ কমিশনার জোন (১) গৌরব লাল বলেন, ‘গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।’

শিলিগুড়িতে গুলি চালানোর ঘটনায় ধৃত ৩, উদ্ধার পিস্তল

Leave a Reply