fbpx

Find us on

নিষিদ্ধ কাফসিরাপ ও নেশার ট্যাবলেট সহ গ্রেফতার তিন
উত্তরবঙ্গ
দার্জিলিং
শিরোনাম

শিলিগুড়ি, ২৭ জুলাইঃ নিষিদ্ধ কাফসিরাপ ও নেশার ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ সকালে অভিযোন চালিয়ে প্রধাননগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বাহাগুর দরজি(৩৩), ভোলা লিম্বু(৩০) এবং লছিমায়া তামাং(২৬)। জানা গিয়েছে, এদের তিনজনের বাড়িই পূর্ব সিকিমে। জানা গিয়েছে মোট ১০৮ বোতল নিষিদ্ধ কাফসিরাপ ও ১৮০টি নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে ধৃতদের কাছ থেকে। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

সংবাদদাতাঃ রাহুল মজুমদার

 

নিষিদ্ধ কাফসিরাপ ও নেশার ট্যাবলেট সহ গ্রেফতার তিন

Leave a Reply