fbpx

Find us on

পুণ্ডিবাড়িতে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩ বছরের শিশু
উত্তরবঙ্গ
কোচবিহার
শিরোনাম

পুণ্ডিবাড়ি, ৮ অগাস্টঃ বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। আহত হয়েছে আরও এক শিশু। ঘটনাটি ঘটেছে পুণ্ডিবাড়ি থানার বাণেশ্বর কলোনি এলাকায়। মৃত শিশুর নাম ইন্দ্রাক্ষী সরকার। ঘটনায় আহত কৌশিক সরকার (৫) নামে অপর এক শিশু কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিত্সাধীন।

জানা গিয়েছে, ইন্দ্রাক্ষী ও কৌশিক বাড়ির অদূরে খেলা করছিল। সেই সময় এলাকার একটি পোলট্রি ফার্মে বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয় ওই দুই শিশু। এদিকে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তাদের খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা। এরপরই ইন্দ্রাক্ষী ও কৌশিককে ওই পোলট্রি ফার্মের সামনে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে তাদের দুজনকে উদ্ধার করে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিত্সক ইন্দ্রাক্ষীকে মৃত বলে ঘোষণা করেন। কৌশিকের চিকিত্সা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সক।

চুরি আটকাতে ওই পোলট্রি ফার্মে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনার পরই ওই ফার্মের মালিকের বিরুদ্ধে পুণ্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই দুই শিশুর পরিবার। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদদাতাঃ বিধান সিংহ রায়

পুণ্ডিবাড়িতে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩ বছরের শিশু

Leave a Reply