fbpx

Find us on

সোপিয়ানে জঙ্গিদের গুলিতে মৃত্যু ৪ পুলিশকর্মীর
দেশ
শিরোনাম

শ্রীনগর, ২৯ অগাস্টঃ জঙ্গিদের গুলিতে মৃত্যু হল চার পুলিশকর্মীর। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের সেপিয়ানের আরাহামাতে।

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, টহলদারিতে বেরিয়ে খারাপ হয়ে যায় একটি পুলিশ ভ্যান। পুলিশকর্মীরা রাস্তার উপরে ভ্যানটি রেখে সেটি সারাচ্ছিলেন। সেইসময় তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। মৃতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন জাভেদ আহমেদ ও মহম্মদ ইকবাল।

সোপিয়ানে জঙ্গিদের গুলিতে মৃত্যু ৪ পুলিশকর্মীর

Leave a Reply