
শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ আরপিএসএফ ও গাড়ি চালকদের সংঘর্ষে জখম হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে একজন আরপিএসএফ কর্মী। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশন (এনজেপি) এলাকায়। ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। রয়েছে জিআরপি ও আরপিএসএফ বাহিনী।
সূত্রের খবর, ‘নো পার্কিং জোন’-এ গাড়ি রাখা নিয়ে আরপিএসএফ কর্মীর সঙ্গে এক গাড়ি চালকের বচসা বাধে। তখনকার মতো তা মিটমাট হয়ে যায়। কিন্তু পরে ব্যারাক থেকে ১০-১৫ জন আরপিএসএফ কর্মী এসে ব্যাপক লাঠি চালান বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন চালক। তাঁদের মধ্যে দু’জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে, মাথায় গুরুতর চোট নিয়ে এক আরপিএসএফ কর্মীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন পর্যটকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সংবাদদাতাঃ রাহুল মজুমদার
Leave a Reply