ঠিক হল টয়ট্রেনের এসি কোচের ভাড়া, দেখে নিন কত

শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ এসি কামরা চালুর সঙ্গে সঙ্গে ঠিক হল টিকিটের দাম। উত্তর-পূর্ব সীমান্ত রেল প্রতিটি টিকিটের দাম ১৫১৫ টাকা করে ধার্য করল। শুক্রবারই একটি প্রেস বিবৃতি দিয়ে একথা জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা। তিনি জানান, ‘প্রায় ৪৩ লক্ষ টাকা খরচ করে দুটি এসি কোচ তৈরি করেছে ডিএইচআর। আজ কোচের ভাড়া নির্ধারণ করা হয়েছে। আশা করি সকলেই টয়ট্রেনের এসি কোচের আনন্দ নেবেন।’
আরও খবর
ভিডিও
Leave a Reply