
নয়াদিল্লি, ৭ জানুয়ারিঃ ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার ভারত্তোলকের। আহত হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন ভারত্তোলক সক্ষম যাদব সহ আরও একজন। রবিবার ভোরে ঘটনাটি ঘটে দিল্লির পার্শ্ববর্তী সিঙ্ঘু বর্ডার এলাকায়। জানা গিয়েছে, এদিন হরিয়ানার পানিপথে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের পর ওই ভারত্তোলকরা একটি ছোটো যাত্রীবাহী গাড়িতে দিল্লি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিল্লি-চণ্ডীগড় হাইওয়েতে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালক কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই গাড়িটি প্রথমে রাস্তার ধারের একটি পোস্টে ধাক্কা মারে, তারপর বেশ কয়েকবার পালটি খেয়ে উলটে যায়। পুলিশ জানিয়েছে, মৃতদের তিনজনের নাম হরিশ, টিকরমচাঁদ ও সুরজ। চতুর্থজনের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। সক্ষম যাদব ও তাঁর সহযোগীকে অন্য একটি হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ জানতে সিঙ্ঘু বর্ডার এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।
Leave a Reply
You must be logged in to post a comment.