fbpx

Find us on

পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বিতা না হওয়া আসনে প্রশাসক বসানোর প্রস্তুতি
দক্ষিণবঙ্গ
শিরোনাম

কলকাতা, ১৬ অগাস্টঃ প্রতিদ্বন্দ্বিতা না হওয়া পঞ্চায়েতের আসনগুলিতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল পঞ্চায়েত দপ্তর। বৃহস্পতিবারই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি  ও জেলা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনগুলি নিয়ে সুপ্রিমকোর্টে মামলা চলায়, ওই আসনগুলির ভবিষ্যত কী হবে, এখনও ঠিক হয়নি। আদালতে বেশ কয়েকবার শুনানি হলেও কোনো সমাধানসূত্র বেরোয়নি। তাই জট কাটাতে আপাতত প্রশাসক বসিয়েও কাজ চালাতে চাইছে রাজ্য সরকার। পঞ্চায়েত আইন অনুসারে, জেলা পরিষদে জেলাশাসক, পঞ্চায়েত সমিতিতে মহকুমাশাসক, গ্রাম পঞ্চায়েতে বিডিও দায়িত্বভার সামলাবেন।

 

পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বিতা না হওয়া আসনে প্রশাসক বসানোর প্রস্তুতি

Leave a Reply