Find us on

চুপিচুপি বিয়ে সারলেন নেহা
শিরোনাম
সিনেমা ও বিনোদন

নয়াদিল্লি, ১০ মেঃ চুপিচুপি বিয়ে সারলেন নেহা ধুপিয়া। বিয়ে করলেন নেহার দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেতা অঙ্গদ বেদিকে।

নেহার বিয়ের খবর সোশ্যাল সাইটে প্রথম প্রকাশ করেন পরিচালক করণ জোহর। নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন করণ। বলিউডের জনপ্রিয় পরিচালকের টুইটের পরই, বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন নেহা ও অঙ্গদ দুজনেই।

নেহা লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বিয়ে করলাম প্রিয় বন্ধুকে।’ এরপর অঙ্গদ নিজেও টুইট করেন, ‘প্রিয় বন্ধু এখন স্ত্রী।’ আইভরি রঙের শেরওয়ানি পরেছিন অঙ্গদ। হালকা গোলাপি রঙের ল্যাহেঙ্গা ও জাদাও গয়নায় বেশ মানিয়েছে নেহাকে।

দক্ষিণ দিল্লির একটি গুরুদুয়ারায় ঘরোয়াভাবে কিছু ঘনিষ্ট বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে হয় আজ। অঙ্গদ প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে। উপস্থিত ছিলেন অজয় জাদেজা, আশিষ নেহরা, গৌরব কাপুর।

neha-759

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *