
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বরঃ দুপুর দুটো থেকে সন্ধে ছয়’টা পর্যন্ত অনুশীলন। দিনের বাকি সময়টা চা বিক্রি করেই কাটাচ্ছেন এশিয়াডে ব্রোঞ্জজয়ী হরিশ কুমার। দিল্লির মঞ্জু কা টিলায় ভারতীয় সেপাকটাকরো দলের এই সদস্যের বাবার চায়ের দোকান। যা আয় হয় সেটা দিয়ে টেনেটুনে সংসার চলে। বাবার পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেন হরিশও।পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে খরচের বহরও। উপায় না দেখে হরিশের বাবা এখন অটো রিকশা চালাতে শুরু করেছেন। হরিশ বলেন, বাড়ি সামলাতে গিয়ে আমার প্র্যাকটিসের সময় কমে গিয়েছে। কিন্তু, কিচ্ছু করার নেই। একটা ভালো চাকরি পেলে হাঁফ ছেড়ে বাঁচব।
Leave a Reply
You must be logged in to post a comment.