Find us on

৮০০ মিটারের একই ইভেন্টে সোনা ও রুপো ভারতের
খেলা
প্রথম পাতা

জাকার্তা, ২৮ অগাস্টঃ এশিয়াডে ইতিহাস ভারতের। অ্যাথলিটে একই ইভেন্টে সোনা ও রুপো জিতল ভারত। মঙ্গলবার ছেলেদের ৮০০ মিটার দৌড়ে সোনা জেতেন ভারতের মনজিৎ সিং এবং দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতে নেন জিনসন জনসন। এটি এশিয়াডে ভারতের নজিরবিহীন সাফল্য।

স্বর্ণজয়ী পারফরমেন্সে মনজিৎ যেখানে সময় নিয়েছেন ১:৪৬:১৫, সেখানে ১:৪৬:৩৫ সময় নিয়ে রুপো জিতেছেন জনসন। দৌড় শুরুর সময় চতুর্থ স্থানে মনজিৎ শেষ ১০০ মিটারের দৌড়েই দেশের হয়ে নবম সোনা জিতে নিলেন। অন্যদিকে, জনসনের রুপো জয়ে দেশের রুপো সংখ্যা দাঁড়াল ১৮। মোট পদক সংখ্যা ৪৯।

 

৮০০ মিটারের একই ইভেন্টে সোনা ও রুপো ভারতের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *