fbpx

Find us on

গাফিলতির জেরে শিশুমৃত্যুর অভিযোগ
উত্তরবঙ্গ
মালদা

রতুয়া (মালদা), ৫ সেপ্টেম্বরঃ চিকিত্সকের গাফিলতির জেরে শিশুমৃত্যুর অভিযোগ উঠল মালদায়। জানা গিয়েছে, হরিশচন্দ্রপুর-২ ব্লকের রানিনগরের বাসিন্দা ইসমেতারা বিবির এক মাসের সন্তানকে অসুস্থ অবস্থায় মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। দীর্ঘক্ষণ কেটে গেলেও শিশুটির কোনওরকম চিকিত্সা চলেনি বলে অভিযোগ। এরপর শিশুটির শারীরিক অবনতি হতে থাকলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। কিন্তু তার আগেই ওই শিশুর মৃত্যু হয়। সময়মতো চিকিত্সা না করায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পরই স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃত শিশুর পরিবারের লোকেরা। স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ সুরজিৎ দাস।

গাফিলতির জেরে শিশুমৃত্যুর অভিযোগ

Leave a Reply