fbpx

Find us on

সিলিন্ডার ফেটে পা উড়ে গেল বেলুন বিক্রেতার
দক্ষিণবঙ্গ
শিরোনাম

সাঁজুয়া, ১০ জানুয়ারিঃ বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার ফেটে পা উড়ে গেল বেলুন বিক্রেতার। মুখ ঝলসে গিয়েছে বেলুন কিনতে আসা এক শিশুরও। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সাঁজুয়া এলাকায়।

সাঁজুয়াতে চলছে বইমেলা। মেলায় বইয়ের স্টল, খাবারের দোকানের পাশাপাশি গ্যাস বেলুন নিয়ে হাজির ছিলেন বেলুন বিক্রেতাও। ঘটনার দিন মেলায় আসা এক শিশু বেলুন কিনতে যায়। বিক্রেতা বেলুনে গ্যাস ভরা শুরু করতেই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় চারদিক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিক্রেতা। শরীর থেকে ছিন্ন হয়ে যায় তাঁর পা। মুখ ঝলসে যায় শিশুটিরও। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ও অ্যাম্বুলেন্স না থাকায় স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

 

সিলিন্ডার ফেটে পা উড়ে গেল বেলুন বিক্রেতার

Leave a Reply