fbpx

Find us on

বালুরঘাট পুরসভায় চালু ভ্রাম্যমান মেডিকেল ভ্যান
উত্তরবঙ্গ
দক্ষিণ দিনাজপুর

বালুরঘাট, ১৩ জুলাইঃ নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বৃহস্পতিবার ভ্রাম্যমান চিকিৎসা পরিসেবা চালু করল বালুরঘাট পুরসভা। এদিন পুরসভায় আয়োজিত এক অনুষ্ঠানে ভ্রাম্যমান মেডিকেল ভ্যানের সূচনা  করেন জেলা শাসক সঞ্জয় বসু। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান রাজেন শীল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ অন্যান্য আধিকারিকরা। পুরসভা সূত্রে জানা গেছে, ভারতীয় রেড ক্রস সোসাইটি থেকে প্রাপ্ত অ্যাম্বুলেন্সটিকে ভ্রাম্যমান মেডিক্যাল ভ্যানে রূপান্তরিত করা হয়েছে।  এই ভ্যানটি পুরসভার প্রতিটি ওয়ার্ডে ঘুরবে । ভ্যানেন থাকবে অভিজ্ঞ চিকিৎসক, নার্স। বিনামূল্যে  মিলবে স্বাস্থ্য পরিষেবা।

ভ্রাম্যমান মেডিকেল ভ্যানের  ছবিঃ মাজিদুর রহমান

বালুরঘাট পুরসভায় চালু ভ্রাম্যমান মেডিকেল ভ্যান

Leave a Reply