Find us on

গ্রেফতার স্টোকস, সিরিজের বাকি টেস্টে খেলা নিয়ে থাকছে ধোঁয়াশা
খেলা
প্রথম পাতা

লন্ডন, ৯ অগাস্টঃ ব্রিস্টল নাইটক্লাবে মারপিট কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকস। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর নাইটক্লাবের বাইরে দু’জনের সঙ্গে হাতাহাতি হয় স্টোকসের।

এর আগে ব্রিস্টল ক্রাউন কোর্ট অপর দুই অভিযুক্ত রায়ান আলি(২৮) ও রায়ান হলের(২৭) বক্তব্য শুনেছিল। বুধবার আদালতে হাজির হয়েছিলেন স্টোকস ও অন্য দুই অভিযুক্ত। বৃহস্পতিবার চতুর্থ শুনানির পর আলি ও হলকে নির্দোষ ঘোষণা করেন জর্জ। দোষী সাব্যস্ত হন স্টোকস।

চতুর্থদিনের শুনানিতে নিজের পক্ষে প্রমাণ পেশ করলেও ২৭ বছরের ইংল্যান্ড অল-রাউন্ডারকে প্রধান আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে আদালত। এর আগে আদালত স্টোকসের সঙ্গে দুই বন্ধু কাই ব্যারি ও উইলিয়াম ও’কর্নারের বক্তব্য শুনেছিল। পরে সিসিটিভি ফুটেজ দেখে রায় দেন বিচারক। ফুটেজে দেখা যায় রাস্তায় ফেলে আলি ও হলকে মারছেন স্টোকস। ফলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেও ব্যর্থ স্টোকস। এজবাস্টান টেস্টে বিরাটকে আউট করে রুটবাহিনীকে জয় এনে দিয়েছিলেন স্টোকস।

এর ফলে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে দলে থাকছেন না স্টোকস। সিরিজের বাকি টেস্ট গুলিতেও স্টোকসের খেলা নিয়ে থাকছে ধোঁয়াশা।

 

গ্রেফতার স্টোকস, সিরিজের বাকি টেস্টে খেলা নিয়ে থাকছে ধোঁয়াশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *