
বিজয়ওয়াড়া, ১২ নভেম্বরঃ বিজয়ওয়াড়ার কাছে কৃষ্ণা নদীতে নৌকা উলটে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। উদ্ধার হয়েছেন প্রায় ২০ জন যাত্রী। নিখোঁজ অনেক। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, তাঁরা ৮টি পরিবার মিলে একটি নৌকো ভাড়া করেছিলেন। সেখানে সওয়ার ছিলেন ৩৮ জন যাত্রী। উদ্ধারকার্য শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ বিকেল ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। কৃষ্ণা নদীর পবিত্র সংগম ঘাটে উলটে যায় নৌকাটি। অতিরিক্ত যাত্রীবহনের কারণেই উলটে যায় নৌকাটি।
জানা গিয়েছে, নৌকাটি ভবানী দ্বীপ থেকে পবিত্র সংগমস্থল যেখানে কৃষ্ণা ও গোদাবরী মিলিত হয়েছে সেখানে যাচ্ছিল। সেখানে পবিত্র হারতি অনুষ্ঠান দেখার জন্য প্রতিদিনই ভিড় জমায় পর্যটকরা। যাত্রীরা কেউই লাইফ জ্যাকেট পড়ে ছিলেন না। নৌকাটি কোনও প্রাইভেট এজেন্সির বলে জানা গেছে। দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু।
Leave a Reply