fbpx

Find us on

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মালদায় ফিরল মৃত শ্রমিকের দেহ
উত্তরবঙ্গ
মালদা
শিরোনাম

চাঁচল, ২ অগাস্টঃ ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদার এক শ্রমিকের। মৃত ব্যক্তির নাম সাইফুল শেখ(৪৬)। মালদার চাঁচল থানার রানিকামাত গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার পঞ্জাব থেকে দেহ এসে পৌঁছায় গ্রামে।

পারিবারিক সূত্রে খবর, প্রায় তিন মাস আগে অন্যান্য শ্রমিকদের সঙ্গে পঞ্জাবে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন সাইফুল। সাইফুলকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। সোমবার সকালে মালদায় পরিবারের কাছে ফোনে খবর আসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সাইফুল। পরিবারের অভিযোগ, সাইফুল যেখানে থাকতেন সেখানে কোনোমতেই ফাঁস লাগানো সম্ভব নয়। খুব নিচু একটা ঘরে কোনোমতে থাকতেন তিনি। সাইফুলকে কেউ খুন করে আত্মহত্যার নাম দেওয়ার চেষ্টা করেছে বলে দাবি পরিবারের। পরিবারের আরও দাবি, আত্মহত্যা করার মত মানসিকতা ছিল না সাইফুলের। তদন্ত করে সাইফুলের মৃত্যুর আসল কারণ বের করার দাবি জানিয়েছে গ্রামবাসীরা। তদন্তে নেমেছে পুলিশ।

সংবাদদাতাঃ বাপি কুমার দাস

 

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মালদায় ফিরল মৃত শ্রমিকের দেহ

Leave a Reply