fbpx

Find us on

বুলন্দশহরকাণ্ডে গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেতা
দেশ
প্রথম পাতা

লখনউ, ১০ জানুয়ারিঃ বুলন্দশহরকাণ্ডে গ্রেফতার করা হল বিজেপি যুব মোর্চা নেতা শিখর আগরওয়ালকে। বৃহস্পতিবার হাপুর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

গত বছর ৩ ডিসেম্বর গো-রক্ষকদের তাণ্ডবে উত্তপ্ত হয় বুলন্দশহর। মৃত্যু হয় পুলিশ অফিসার সুবোধ কুমার সিংয়ের। জানা গিয়েছে, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত শিখর আগরওয়াল। এর আগেও এই ঘটনায় বজরং দলের সদস্য যোগেশ রাজ, সেনা জওয়ান জিতেন্দ্র মালিককে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কালুয়া এবং প্রশান্তকেও।

বুলন্দশহরকাণ্ডে গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেতা

Leave a Reply