
ট্রেনে কাটা পড়ল পা
ময়নাগুড়ি, ৩ নভেম্বরঃ রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ল পা। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ ময়নাগুড়ি রেল স্টেশনে। আহত ওই মহিলার নাম ক্ষীরবালা রায় (৪৭)।বাড়ি ব্যাংকান্দি গ্রামে। স্টেশন বাজার থেকে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন তিনি। সেসময় নিউ জলপাইগুড়িগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস চলে আসে। ট্রেন আসার সতর্কতা উপেক্ষা করে ওই মহিলা লাইন পার হচ্ছিলেন। তখনই অসাবধানতার জন্য হাঁটুর নীচ থেকে কেটে যায় মহিলার পা। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে নিউ ময়নাগুড়ি রেল পুলিশ।