
চা শ্রমিকদের র্যাশন বাবদ দৈনিক মজুরি বাড়ল ৯ টাকা
নাগরাকাটা, ১৩ মার্চঃ গত জানুয়ারি থেকে চা শ্রমিকেদর নগদে অন্তর্বর্তীকালীন মজুরি বেড়েছিল ১৭.৫০ টাকা। এবার মজুরি বাবদ প্রদেয় র্যাশন হিসাবে অতিরিক্ত আরও ৯ টাকা অন্তর্বর্তীকালীন হিসাবেই শ্রমিকদের দেওয়ার জন্য মালিকপক্ষকে নির্দেশ দিল রাজ্য সরকার। সোমবার কলকাতায় ন্যূনতম মজুরি ও মজুরি বাবদ র্যাশন ইশ্যুতে ২৯ সদস্যের পরামর্শদাতা কমিটির বৈঠকে শ্রমমন্ত্রী মলয় ঘটক চা মালিকদের এই নির্দেশ দেন। শ্রম দপ্তর সূত্রের খবর, মজুরি বৃদ্ধির মতোই র্যাশন বাবদ ওই টাকা দেওয়া নিয়েও দ্রুত একটি মেমো জারি করা হবে। আগামী মে মাস থেকে বাড়তি ৯ টাকা শ্রমিকরা তাঁদের বর্তমান নগদ মজুরি ১৫০ টাকার সঙ্গে হাতে পাবেন। এদিনের বৈঠকে অবশ্য ন্যূনতম মজুরি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি।