
ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
চাঁচল, ১৮ ফেব্রুয়ারিঃ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার ঘটনাটি ঘটে চাঁচলের সিহিপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম কাশীনাথ দাস (২২)। বাড়ি চাঁচল-১ নম্বর ব্লকের সিহিপুরের তেলিপাড়া এলাকায়।
এদিন সকালে সিহিপুরের মাঠে বাবুর বাগানে এলাকার কিছু যুবকেরা বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে একটি আম গাছের মগডালে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে, পেশায় পেয়ারা বিক্রেতা ওই ব্যক্তি প্রতিদিনই মোটা অংকের লটারি কাটতেন। লটারি কেটে প্রচুর টাকা ঋণ হয়েছিল তাঁর। রবিবার রাতে টাকা নিয়ে বাবার সাথে তাঁর বিবাদ শুরু হয়। সেই ঋণের টাকা শোধ করতে না পারার জন্যই হয়তো গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয় ও চাঁচল থানার পুলিশের। এদিকে মৃত যুবকের মা অর্চনা দাস বলেন, দীর্ঘদিন আগে একটি পথ দুর্ঘটনায় ছেলের ডান পা কাটা গিয়েছে। কি করে তিনি আম গাছের মগডালে উঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হতে পারেন। হয়তো কেউ বা কারা তাঁকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। কারণ রবিবার বাড়িতে তেমন কোনো ঘটনাই ঘটেনি। পুলিশের কাছে অনুরোধ এর একটা সঠিক তদন্ত করা দরকার। এই বিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে না আসা পর্যন্ত এর সঠিক কারণ বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে।