
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত স্কুলবাড়ি
হরিশ্চন্দ্রপুর, ১০ এপ্রিলঃ রাতের অন্ধকারে একটি বেসরকারি নার্সারি স্কুলে আগুন লাগার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চাঁচল মহকুমায়। রবিবার রাতে চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চণ্ডীপুর হাইস্কুলের দুই প্রান্তে দুটি বেসরকারি নার্সারি স্কুল রয়েছে। এই দুটি নার্সারি স্কুল কর্তৃপক্ষের মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরে চলে আসছে। একটি নার্সারি স্কুলের মালিক তথা শিক্ষক জাহাঙ্গির আলম। অপরদিকে অন্য স্কুলটির মালিক মাসুম সফিকি।