
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম ২
রায়গঞ্জ, ৬ মেঃ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার দুধুন্দা এলাকার রাজ্য সড়কে। স্থানীয় বাসিন্দারা জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,তাঁদের অবস্থা আশঙ্কাজনক। হেমতাবাদ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম দুই ব্যক্তির নাম বীরেন বর্মণ(৪৫) ও মনিশ রাজবংশী(২২)। বীরেনবাবুর বাড়ি কালিয়াগঞ্জ থানার ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের তীলগাঁ গ্ৰামে। ও মনিশ রাজবংশীর বাড়ি হেমতাবাদ থানার গিয়াশিল গ্রামে।