fbpx

Find us on

সিডনি টেস্টে ফের শতরান পূজারার, বড়ো রানের পথে ভারত
খেলা
প্রথম পাতা

সিডনি, ৩ জানুয়ারিঃ ক্রমশ ভারতীয় টেস্ট ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল ২.০ হয়ে উঠছেন চেতেশ্বর পূজারা। অ্যাডিলেড, মেলবোর্নের পর সিডনি টেস্টেও শতরান করলেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে সিডনি টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। প্রথম দিনের শেষে ভারতের রান চার উইকেটে ৩০৩। ক্রিজে পূজারা (১৩০) ছাড়াও রয়েছেন হনুমা বিহারী (৩৯)। পূজারা ছাড়াও রান পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল।

বৃহস্পতিবার নিউ ইয়ার টেস্টে বেশ কয়েকটি বদল করেছিল ভারত। প্রথম একাদশে ফের জায়গা পান কেএল রাহুল। এছাড়া জায়গা পেয়েছেন কুলদীপ যাদব। দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নেমে টসে জিতে ব্যাটিং নেন বিরাট কোহলি। কিন্তু কেএল রাহুলের দুঃসময় যে কাটেনি ফের প্রমাণ হল। ৯ রান করেই আউট হয়ে যান তিনি।  অন্যদিকে, মেলবোর্ন টেস্টের পর এদিনও ব্যাট হাতে সফল মায়াঙ্ক আগরওয়াল। পূজারার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। ব্যক্তিগত ৭৭ রানে আউট হন মায়াঙ্ক। বিরাট কোহলি (২৩)ও  অজিঙ্কা রাহানেও (১৮) বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। যদিও পূজারাকে টলানো যায়নি। ছয় নম্বরে নামা হনুমা বিহারীকে নিয়ে ইনিংস টেনে নিয়ে যেতে থাকেন তিনি। ১৯৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন পূজারা। অন্যদিকে হনুমা বিহারীও যোগ্য সঙ্গত করেন। অস্ট্রেলিয়ার হয়ে জোশ হ্যাজেলউড দুটি উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন নাথান লায়োন ও মিচেল স্টার্ক।

সিডনি টেস্টে ফের শতরান পূজারার, বড়ো রানের পথে ভারত

Leave a Reply