fbpx

Find us on

নিউজিল্যান্ডে মসজিদে চলল গুলি, মৃত কমপক্ষে ৪৯
আন্তর্জাতিক
প্রথম পাতা

ক্রাইস্টচার্চ, ১৫ মার্চঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সশস্ত্র দুষ্কৃতীর বেপরোয়া গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৯ জনের। আহতের সংখ্যাও প্রচুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও পাশের আরেকটি মসজিদে পরপর হানা দেয় সামরিক পোশাক পরা ওই দুষ্কৃতী। স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছুঁড়তে থাকে মসজিদে প্রার্থনায় আসা লোকজনকে লক্ষ্য করে। তবে, একজন না তার বেশি দুষ্কৃতী ছিল তা এখনও কিউই প্রশাসন জানাতে পারেনি। দুষ্কৃতীদের কাউকেও এখনএ কাবু করাও যায়নি।

শুক্রবার সকালে এই ঘটনায় সময় বাংলাদেশ ক্রিকেট দল ওই মসজিদে প্রার্থনা করতে গিয়েছিল। তবে, দলের সবাই অক্ষত রয়েছেন। ক্রাইস্টচার্চ পুলিশ নাগরিকদের বাইরে না বেরনোর জন্য বলেছে। গোটা শহরে আতঙ্কের পরিবেশ।

নিউজিল্যান্ডে মসজিদে চলল গুলি, মৃত কমপক্ষে ৪৯