fbpx

Find us on

দুই গোষ্ঠীর বচসায় চলল গুলি
দক্ষিণবঙ্গ

কলকাতা, ৯ জুলাইঃ কলকাতার জোড়াগির্জা এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিংকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। এর জেরে গুলিও চলেছে বলে অভিযোগ। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার দুই দুষ্কৃতী পাপ্পু ও মহম্মদ শারফুদ্দিনের মধ্যে তোলা আদায়কে কেন্দ্র করে বচসা বাধে। অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় একটি বেসরকারি স্কুলের পাশে অবৈধভাবে চারতলা বিল্ডিং তুলছিল পাপ্পু। সেই নিয়ে শারফুদ্দিনের গোষ্ঠীর লোকদের সঙ্গে তার বচসা হয়। এর জেরে পাপ্পু গুলি চালায় বলে অভিযোগ। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

দুই গোষ্ঠীর বচসায় চলল গুলি

Leave a Reply