fbpx

Find us on

হাফিজুল খুনে গ্রেফতার এক আরাবুল অনুগামী
দক্ষিণবঙ্গ
শিরোনাম

ভাঙড়, ১৩ মেঃ হাফিজুল মোল্লা খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরাবুল ইসলামের এক অনুগামীকে। ধৃতের নাম মোকারেম মোল্লা। দক্ষিণ গাজিপুর থেকে তাকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ।

প্রথম থেকেই হাফিজুলের খুনের ঘটনায় আরাবুলের কয়েকজন অনুগামী জড়িত বলে অভিযোগ করে আসছিলেন আন্দোলনকারীরা। আজ আন্দোলনকারীরা খবর পান, মোকারেম সহ বেশ কয়েকজন আরাবুল অনুগামী এখনও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং স্থানীয়দের হুমকি দিচ্ছে। এরপর তাঁরা দক্ষিণ গাজিপুরে গিয়ে মোকারেমকে ধরে ফেলেন। কাশীপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে মোকারেমকে গ্রেফতার করা হয়।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এলাকায় ভোটের প্রচার করছিল মোকারেম। তাদের দাবি, প্রচার বন্ধ করতেই মোকারেমকে গ্রেফতার করানো হয়েছে।

 

হাফিজুল খুনে গ্রেফতার এক আরাবুল অনুগামী

Leave a Reply