
মাদ্রিদ, ২০ মার্চঃ ফের পোর্তুগালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার দলের দুই সতীর্থ রুই প্যাট্রিসিয়ো এবং বার্নাডো সিলভাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সেরা পোর্তুগিজ খেলোয়াড়ের সম্মান আদায় করে নিয়েছেন সিআরসেভেন। চলতি মরশুমের শুরুতে মোটেই ছন্দে ছিলেন না পোর্তুগিজ তারকা। খারাপ ফর্মের জন্য অনেক সমালোচনাও শুনতে হয়েছিল তাঁকে। সেই ধাক্কা সামলে ২০১৮-র শুরুতে ফের স্বমহিমায় ফিরেছেন তিনি। এই মরশুমে ৩৫ ম্যাচে ৩৭ গোল করে ফেলেছেন রিয়াল তারকা। ট্রফি জয়ের পরই নিজের সমালোচকদের একহাত নিয়ে রোনাল্ড বলেন, ‘এই পুরস্কারের জন্য সবার আগে ধন্যবাদ জানাতে চাই দলের সতীর্থদের। আমি পাঁচ বার ব্যালন ডি’ওর জিতেছি। দু’বার দ্য বেস্ট পেয়েছি। নিঃসন্দেহে আমিই সেরা সেরা ফুটবলার। আর সেটা আমি বারবার প্রমাণ করে দিয়েছি।’
Leave a Reply
You must be logged in to post a comment.