
রাজগঞ্জ, ৬ জুলাইঃ বৃহস্পতিবার নয়ানজুলি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির অদূরে ফাড়াবাড়িতে। মৃত যুবকের নাম কৃষ্ণ সাহা (৩০) তার বাড়ি আশিঘরের তেলিপাড়ায়। এদিন সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ফাড়াবাড়িতে রাস্তার পাশের জলাশয়ে ওই যুবককে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। আমবাড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
মৃতের দাদা নিরঞ্জন সাহা বলেন, ‘ভাই গতকাল থেকে নিখোঁজ ছিল। কৃষ্ণ অসুস্থ ছিল কয়েকদিন ধরে। কিভাবে ভাইয়ের মৃত্যু হল তা জানতে তদন্তের দাবি জানাচ্ছি পুলিশের কাছে।’
Leave a Reply