fbpx

Find us on

বিয়ের কথা স্বীকার দীপিকার
শিরোনাম
সিনেমা ও বিনোদন

মুম্বই, ৩১ অগাস্টঃ নিক-প্রিয়াঙ্কার এনগেজমেন্টের পর থেকেই দীপিকা-রণবীরের বিয়ের জল্পনা আরও জোরালো হয়ে উঠেছে। সবাই ওড়া ওড়া খবর জানলেও কেউ নিশ্চিতভাবে কিছু জানেন না। পাকা খবরটা কোনো পরিবারের তরফেই জানাচ্ছিলেন না কেউ।

সম্প্রতি এক সংবাদপত্রের সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, দীপিকা বলেছেন, ‘খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন’। আর এই উত্তরেই মিলেছে সমাধানসূত্র। ভুয়ো খবর বা এখনই কোনো পরিকল্পনা- এ ধরণের কোনো উত্তর না দিয়ে সরাসরি দীপিকা নিজেই স্বীকার করে নিয়েছেন বিয়ের কথা। সেইসঙ্গে কবে বিয়ে করবেন তার উত্তরেও তিনি বলেছেন শীঘ্রই জানার কথা।
তবে বি-টাউনে শোনা যাচ্ছে আগামী ২০ নভেম্বর বিয়ে করতে চলেছেন দীপিকা-রণবীর। বিয়ে হবে ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে।

 

বিয়ের কথা স্বীকার দীপিকার

Leave a Reply