
কলকাতা, ২ সেপ্টেম্বরঃ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-২ গোলে অমীমাংসিত থেকে গেল বছরের প্রথম ডার্বি। ১৫৩ তম ডার্বিতে যুবভারতীতে মুখোমুখি ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহবাগান। প্রথমে পর পর ২ গোল করে এগিয়ে গেলেও পরে গোল শোধ করে লাল হলুদের খেলোয়াড়রা।
ম্যাচের ১৯ মিনিটের মাথায় মোহনবাগানের হয় প্রথম গোলটি করলেন পিন্টু মাহাতো। ১০ মিনিটে সবুজ মেরুনের পক্ষে ব্যবধান বাড়ান হেনরি (২৯”)। প্রথমার্ধের শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন বিশ্বকাপার জনি অ্যাকোস্টা। দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গলের হয়ে সমতা ফেরান রালতে। ৬১ মিনিটে কর্নারে শিল্টনের সেভ করা বল পালটা কিকে জালে জড়ান তিনি।
এদিনের ম্যাচের পর ৮ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ২০। সম সংখ্যক ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্টও একই। তবে গোলসংখ্যায় এগিয়ে থাকায় লিগ টেবিলের শীর্ষে রইল মোহনবাগান।
Leave a Reply
You must be logged in to post a comment.