fbpx

Find us on

প্রথম টেস্টেই দলে ঠাঁই হল না পুজারা-কুলদীপের
খেলা
প্রথম পাতা

বার্মিংহাম, ১ অগাস্টঃ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এদিকে অপ্রত্যাশিতভাবে প্রথম টেস্টেই দলে চেতেশ্বর পূজারাকে রাখল না শাস্ত্রী-কোহলি জুটি। পরিবর্তে দলে এলেন লোকেশ রাহুল। জায়গা হয়নি বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদবের।
পাঁচ টেস্টের সিরিজে বুধবার টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বিরাটবাহিনী। দলে তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামলেন কোহলি।
এবার ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামছে বিরাটবাহিনী।
এজবাস্টন টেস্টটি ইংল্যান্ডের ১০০০তম টেস্ট। ঐতিহাসিক টেস্টে রুটবাহিনীর বিরুদ্ধে বার্মিংহামে নামল কোহলি অ্যান্ড কোং। এই টেস্ট জিতলেই অধিনায়ক হিসেবে টেস্ট জয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে যাবেন বিরাট।
ভারতঃ মুরলী বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্ক রাহানে, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।
ইংল্যান্ডঃ অ্যালেস্টার কুক, কিয়েটন জেনিংস, জো রুট(ক্যাপ্টেন), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জোস বাটলার, আদিল রশিদ, স্যাম কুরান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

 

প্রথম টেস্টেই দলে ঠাঁই হল না পুজারা-কুলদীপের

Leave a Reply