Find us on

ভারতীয়  ক্রিকেটে আজ সানাইয়ের সুর
খেলা
শিরোনাম

মুম্বই, ২৩ নভেম্বরঃ আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। কিন্তু বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটে শুধুই সানাইয়ের সুর। একইদিনে সাতপাকে বাঁধা পড়ছেন দু-দুজন ক্রিকেটার। যদিও একজন প্রাক্তন। অপরজন বর্তমান টিমের গুরুত্বপূর্ণ সদস্য। প্রথমজন জাহির খান। বৃহস্পতিবার সকালেই অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন জ্যাক। বিয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আজকেই বিয়ে সারছেন সুইং কিং ভুবনেশ্বর কুমার। সদ্য ইডেন টেস্টে ম্যাচ সেরা হয়েছেন। এবার নুপূর নাগরের সঙ্গে বিয়েটাও সেরে ফেলছেন। নিজের হলদি অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন ভুবি।

ভারতীয়  ক্রিকেটে আজ সানাইয়ের সুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *