fbpx

Find us on

প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে থমথমে ময়নাগুড়ি
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি
শিরোনাম

ময়নাগুড়ি, ২৩ মার্চঃ ময়নাগুড়ি সুভাষ নগর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে থমথমে ময়নাগুড়ি। শুক্রবার ময়নাগুড়িতে রুটমার্চ করে পুলিশ। স্কুলের ইংরেজির শিক্ষক বিশ্বজিৎ রায় শুক্রবার ময়নাগুড়ি থানাতে স্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ জানান। অভিযোগ, ইংরেজি শিক্ষক বিশ্বজিৎ রায় প্রতিবাদ করায় হরিদয়ালবাবু তাঁকেও হুমকি দিচ্ছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

এবিষয়ে আজ কলকাতায় উচ্চ পর্যায়ের বৈঠক বসেছে। এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরবর্তী ঝামেলা এড়াতেই মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

ডিএসপি ডিইবি জলপাইগুড়ি ডম্বর সিং সোনার বলেন, অভিযোগ পেয়েছি। বিশ্বজিৎ রায় লিখিত অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার বিষয়টি আমরা দেখব।

তথ্য ও ছবিঃ বাণীব্রত চক্রবর্তী

 

প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে থমথমে ময়নাগুড়ি

Leave a Reply