
শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ কুকরি নিয়ে আন্দোলন, পুলিশকে মারধর সহ বিভিন্ন অভিযোগে রবিবার সকালে কালিম্পংয়ের নারী মোর্চার শহর কমিটির সভানেত্রী বন্দনা ইয়নজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ডুংরাবস্তির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বন্দনা বিমল গুরুং শিবিরের নেত্রী বলেই পরিচিত। পুলিশ জানিয়েছে, গত ৫ জুলাই কালিম্পংয়ে ডম্বর চকে কুকরি হাতে নিয়ে মিছিল করা, পুলিশকে কুকরি উচিয়ে মারতে যাওয়া এবং ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দপ্তরে ঢোকার চেষ্টার অভিযোগ রয়েছে বন্দনা ইয়ংজনের বিরুদ্ধে। এদিন আদালতে তোলা হলে বিচারক বন্দনাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। এদিন আদালতে তোলার সময় বন্দনাদেবী সাংবাদিকদের বলেন, বেছে বেছে গুরুংপন্থীদেরই গ্রেফতার করা হচ্ছে। বিনয়পন্থীদের বিরুদ্ধেও প্রচুর অভিযোগ রয়েছে। অথচ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
ছবি ও সংবাদদাতাঃ রনজিত্ৎ ঘোষ
Leave a Reply