fbpx

Find us on

রিলিজ হল ‘ভারত’-এর ফার্স্ট লুক
শিরোনাম
সিনেমা ও বিনোদন

মুম্বই, ২৬ অগাস্টঃ অনেক টালবাহানার পর অবশেষে রিলিজ হল বহুচর্চিত ছবি ‘ভারত’ এর ফার্স্ট লুক।

আলি আব্বাস জাফরের পরিচালিত ওই ছবির ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, গাঢ় সবুজ লেহেঙ্গায় ক্যাটরিনার সঙ্গে সলমনের নাচ। সলমনের পরনে কালো রঙের শেরওয়ানি। ছবিতে সলমনের লুক অনেকটা দাবাংরে চুলবুল পান্ডের মত। ছবির ফার্স্ট লুক রিলিজ হওয়ার দিনেই মাল্টায় ছুটি কাটাচ্ছেন সলমন খান।

উল্লেখ্য, এই ছবি শুরুর আগেই প্রিয়াঙ্কা চোপড়ার সরে দাঁড়ানো নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এরপর ঠিক হয়, প্রিয়াঙ্কার জায়গায় অভিনয় করবেন ক্যাটরিনা।

রিলিজ হল ‘ভারত’-এর ফার্স্ট লুক

Leave a Reply