fbpx

Find us on

বালুরঘাট পুরসভার উদ্যোগে ৩৩ তম ফুলমেলা ও প্রদর্শনী
উত্তরবঙ্গ
দক্ষিণ দিনাজপুর
প্রথম পাতা

বালুরঘাট, ১১ জানুয়ারিঃ বালুরঘাট পুরসভার উদ্যোগে সুরেশ রঞ্জন পার্কে আয়োজিত ৩৩ তম বর্ষের ফুলমেলা ও প্রদর্শনীর উদ্‌বোধন হল শুক্রবার। এদিন বিকেলে ফুল মেলার আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, বালুরঘাটের মহকুমা শাসক ঈশা মুখার্জি, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক পিনাকী শংকর বিশ্বাস সহ আরও অনেকে। জানা গিয়েছে, ফুলমেলার বিভিন্ন বিভাগে ৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। রবিবার পর্যন্ত এই ফুলমেলা চলবে।

তথ্যঃ সুজয় সরকার

ছবিঃ মাজিদুর সরদার

 

বালুরঘাট পুরসভার উদ্যোগে ৩৩ তম ফুলমেলা ও প্রদর্শনী

Leave a Reply