fbpx

Find us on

উচ্চশিক্ষায় প্রবেশিকা পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেবে কেন্দ্র
দেশ
প্রথম পাতা
নয়াদিল্লি, ৩০ অগাস্ট ঃ উচ্চশিক্ষায় প্রবেশিকা পরীক্ষার জন্য এবার বিনামূল্যে কোচিং দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। প্রবেশিকা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি সামনের বছর থেকে তাদের ২৬৯৭টি অনুশীলন কেন্দ্রকে প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরিত করছে। এর ফলে বিনামূল্যে কোচিং পাবে পড়ুয়ারা।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে  অনুশীলন কেন্দ্রগুলিতে এই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। ওই আধিকারিক জানিয়েছেন, ‘এই অনুশীলন কেন্দ্রগুলিতে শুধুমাত্র প্র্যাকটিশ টেস্ট নেওয়ার বদলে এ বার কোচিং করানোর পরিকল্পনা করা হয়েছে। এর জন্য কোনো খরচ দিতে হবে না। কাজেই সমাজের বিভিন্ন স্তরের প্রতিভাধর ছাত্রছাত্রী যাঁরা আর্থিক অক্ষমতার জন্য বেসরকারি প্রশিক্ষণ নিতে পারত না, তাদের জন্য এটা বিশেষ সহায়ক হবে।’প্রাথমিকভাবে ২০১৯ সালের জয়েন্ট এনট্রান্স মেইনের জন্য মক টেস্টে বসার অনুমতি দেবে প্রার্থীদের।  রেজিস্ট্রেশনের জন্য ১ সেপ্টেম্বর তাদের মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট লঞ্চ করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
উচ্চশিক্ষায় প্রবেশিকা পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেবে কেন্দ্র

Leave a Reply