fbpx

Find us on

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী গৌরচন্দ্র মহাপাত্র
দেশ
শিরোনাম

ভুবনেশ্বর, ১২ সেপ্টেম্বরঃ প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী গৌরচন্দ্র মহাপাত্র। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার ওড়িশার ভদ্রক জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৪। রেখে গেলেন স্ত্রী মীরা দেবী,চার কন্যা ও নয় পুত্রকে।

গৌরচন্দ্র ছিলেন ‘কান্তাকবি’ লক্ষীকান্ত মহাপাত্রের ছেলে। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে গান্ধিজির সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। এর জেরে বেশ কিছুদিন হাজতবাসও করতে হয়েছিল তাঁকে।

গৌরচন্দ্র মহাপাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি বলেন, ‘গৌরচন্দ্র মহাপাত্র একজন প্রকৃত গান্ধিবাদী ছিলেন। সামাজিক উত্তরণের জন্য তাঁর অবদান মনে রাখার মতো। আমরা স্বাধীনতা আন্দোলনের শেষ স্তম্ভকে হারালাম।’ পাশাপাশি গৌরচন্দ্র মহাপাত্রের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী গৌরচন্দ্র মহাপাত্র

Leave a Reply