fbpx

Find us on

এক ব্যাগ দুঃখ? মুছে ফেলুন নিমেষে
অন্যান্য
রূপচর্চা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ চোখের কোল ফুলে বালিশ? যে দেখছে সে-ই আঙুল তুলছে? সমস্ত সাজ মাটি আই ব্যাগের জন্য? ঘরোয়া সমস্যায় কমিয়ে ফেলুন এই সমস্যা।

১) চোখের কোলের ফোলা যদি রোজের সমস্যা হয় তাহলে দু টুকরো তুলো ঠান্ডা দুধে ভিজিয়ে মিনিট কুড়ি রেখে দিন চোখের ওপর। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। রোজ একটানা কয়েকদিন করলে রেহাই মিলবেই।

২) টি-ব্যাগ গরম জলে ডুবিয়ে চোখের ওপর রাখুন মিনিট পাঁচেক। এতে কমবে চোখের নীচের ফোলাভাব।

৩) অনেকেরই আইব্যাগ হয় বংশগত কারণে। আপনারও যদি সেরকম কোনো কারণে হয়ে থাকে তাহলে এক কাজ করুন। রোজ বরফের মধ্যে স্টিলের চামচ কিছুক্ষণ রেখে সেই চামচ ধরুন চোখের নীচে। রোজ ঘুম থেকে ওঠার পর ওবং শুতে যাওযার আগে এই পদ্ধতি অবলম্বন করুন। কিছুটা হলেও আইব্যাগ কমবে।

৪) চোখের নীচের কালিভাব ঢাকতে আলুর রস, শসার রস যেমন কাজে লাগে, আইব্যাগ কমাতেও এরা দারুণ সিদ্ধহস্ত। নিয়ম করে চোখের তলায় আলু, শসার টুকরো কিংবা আলু বা শসার রস লাগান। তফাৎটা নিজের চোখেই ধরা পড়বে।

এক ব্যাগ দুঃখ? মুছে ফেলুন নিমেষে

Leave a Reply