fbpx

Find us on

সের্গেই আইজেনস্টাইনকে শ্রদ্ধা গুগল ডুডলের
আন্তর্জাতিক
শিরোনাম
সিনেমা ও বিনোদন

নয়াদিল্লি, ২২ জানুয়ারিঃ সের্গেই আইজেনস্টাইনের ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাল গুগল ডুডল।

১৮৯৮ সালের ২২ জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের লাতভিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ভাষা ‘মন্তাজ’-এর জনক তিনি।

আইজেনস্টাইন এক জন সফল চিত্রনাট্যকারও ছিলেন। স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। পরে আইজেনস্টাইন ধীরে ধীরে থিয়েটারের প্রতি আকৃষ্ট হন।

১৯২০ সালে মস্কোয় থিয়েটারচর্চা শুরু করেন। তাঁর প্রথম ছবি ছিল নির্বাক। ১৯২৮ সালে তাঁর ছবি ‘অক্টোবর’ বিশেষ ভাবে নজর কেড়েছিল। এই ছবির বিষয়বস্তু ছিল ১৯১৭-র অক্টোবর বিপ্লব।

১৯৪৮ সালে মাত্র ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

 

সের্গেই আইজেনস্টাইনকে শ্রদ্ধা গুগল ডুডলের

Leave a Reply