fbpx

Find us on

প্রতিশ্রুতি কি শুধুই প্রিয়জনের কাছে?
অন্যান্য
জীবনযাপন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ১১ ফেব্রুয়ারিঃ ভ্যালেন্টাইন’স সপ্তাহের সব থেকে সুন্দর দিন বোধ হয় আজ। কারণ আজ তো প্রমিস ডে। প্রতি বছর ১১ ফেব্রুয়ারি পালন করা হয় এই প্রমিস ডে।

সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। কারণ এই প্রতিশ্রুতির ওপর টিকে থাকে বিশ্বাস। আর এই বিশ্বাসই হল সম্পর্কের মূল জীয়নকাঠি।

কিন্তু প্রতিশ্রুতি কি শুধুই প্রিয়জনের কাছে? নাকি নিজের কাছেই নিজেকে প্রমিস করা?

আমাদের সমাজ যেখানে দিনের পর দিন বাড়ছে অপরাধ, আমাদের পরিবেশ যেখানে ক্রমাগত বেড়ে চলছে দূষণ। এই সবকিছুর প্রতি আমাদের কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে, তাই আজ শুধু প্রিয়জনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ না হয়ে, আমরা আমাদের পরিবার, সমাজ, পরিবেশ, গোটা পৃথিবীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হব এই সবকিছুকে সুন্দর করে তোলার জন্য।

প্রতিশ্রুতি কি শুধুই প্রিয়জনের কাছে?

Leave a Reply