fbpx

Find us on

প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি নাগরাকাটায়
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি
প্রথম পাতা

নাগরাকাটা, ১০ সেপ্টেম্বরঃ রাতভোরের প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হল নাগরাকাটায়। জানা গিয়েছে, ৩১ সি জাতীয় সড়কের ওপর একটি ডাইভারশন বালুখোলা নামে নদীর জলের তোড়ে চলে আসায় বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ডুয়ার্স। জাতীয় সড়কের পাশেই অবস্থিত বন্ধ গ্রাসমোড় চা বাগানে নদীর জল ঢুকে বানভাসী হয়ে পড়েছে অন্তত দুশো পরিবার। নাগরাকাটা বাজার এলাকা সহ সুভাষ পল্লী, নন্দু মোড়, স্টেশন পাড়া, সার্কাস লাইন, সুখানী বস্তী এলাকার প্রচুর বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। সুলকাপাড়ার পাটোয়ারি পাড়ায় ঘাটিয়া নদীতে ব্যাপক ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত হসে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় স্কুলে গ্রাসমোড় চা বাগানের বানভাসী শ্রমিকদের জন্য ত্রান শিবির খোলা হয়েছে। ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির প্রতি সতর্ক নজর রাখা হচ্ছে।

সংবাদদাতাঃ শুভজিৎ দত্ত

প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি নাগরাকাটায়

Leave a Reply