
মুম্বই, ৪ নভেম্বরঃ বিমানে মুম্বই যাওয়ার পথে চূড়ান্তভাবে অপমানিত হলেন তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। ক্রীড়া ক্ষেত্রে তিনি অলিম্পিকে ভারতের জন্য জিতেছেন রূপো। আর তাকেই কিনা এমন অপমানের সম্মুখীন হতে হল! ঘটনার পরে নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন সিন্ধু। তিনি বলেন, ‘আমার বলতে খারাপ লাগলেও, খুব খারাপ অভিজ্ঞতা হল আজ। বিমানে মুম্বই আসার পথে অজিতেশ নামের এক গ্রাউন্ড স্টাফ আমার সাথে খারাপ আচরণ করেন।’
সিন্ধু আরো লেখেন,‘অজিতেশ খারাপ ব্যবহার করছেন দেখে, যখন মিস অসিমা নামের এক বিমানসেবিকাতাকে বাধা দিতে আসেন। তিনি অসিমার সাথেও সমান দুর্ব্যবহার করেন। ইন্ডিগোর মত এরকম নামী সংস্থায় যদি এমন কর্মীরা থাকেন তবে তা সেই সংস্থার পক্ষে খুবই ক্ষতিকারক।’
Leave a Reply