fbpx

Find us on

সিউড়িতে মধুচক্রের আসর থেকে গ্রেফতার ১৩ কলেজ পড়ুয়া
দক্ষিণবঙ্গ
শিরোনাম

সিউড়ি, ১৬ অগাস্টঃ হোটেলে মধুচক্রের আসর থেকে হাতেনাতে ১৩ জনকে ধরল পুলিশ। কলেজ পড়ুয়াদের নিয়ে চলছিল দেহব্যবসা। বৃহস্পতিবার সিউড়ির হাটজনবাজার এলাকা থেকে ওই ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

সিউড়ির বাসস্ট্যান্ড সংলগ্ন মহিলা থানার খুব কাছেই ওই হোটেলটিতে রমরমিয়ে চলছিল দেহব্যবসা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রাপ্তবয়স্কদের পাশাপাশি কলেজ ছাত্রছাত্রী, কখনও নাবালিকাদেরও হোটেলে আনাগোনা করতে দেখা যেত। স্থানীয় বাসিন্দারা আজ কম বয়সি মেয়েদের মুখ ঢেকে হোটেলে ঢুকতে দেখে পুলিশে খবর দেয়। কিন্তু, পুলিশ না আসায় বাসিন্দারাই হোটেলে ঢুকে ঝামেলা করতে শুরু করে। উত্তেজিত জনতা হোটেল ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

হোটেলের বিভিন্ন ঘর থেকে অন্তরঙ্গ অবস্থায় ৭ জন মহিলা ও ৬ জন পুরুষকে হাতেনাতে ধরে পুলিশ। সিউড়ি থানায় নিয়ে যাওয়া হয় ধৃতদের।

 

সিউড়িতে মধুচক্রের আসর থেকে গ্রেফতার ১৩ কলেজ পড়ুয়া

Leave a Reply